নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এক বঙ্গসন্তান, প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল জানেন
A Bangasantan was in charge of the Election Commissioner, who knows when the first Lok Sabha election was held

The Truth Of Bengal, Mou Basu : দুয়ারে নাড়ছে ১৮তম লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের মহারণ। আজ মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন একজন, রাজীব কুমার। তাঁর সঙ্গে রয়েছেন আরও দু’জন নির্বাচন কমিশনার। কিন্তু শুরুর দিন কেমন ছিল, জানেন কি?
স্বাধীনতার পর দেশের একজনই নির্বাচন কমিশনার ছিলেন। তিনি একজন বঙ্গসন্তান। আইসিএস আধিকারিক সুকুমার সেন। স্বাধীন ভারতে প্রথম ২টি লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সুদক্ষ আমলা সুকুমার সেন।
১৯৫০ সালের ২৫ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন কমিশন তৈরি হয়। ১৯৫০ সালের ২১ মার্চ নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হন সুকুমার সেন। সংবিধান সংসদ আর বিভিন্ন রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পর প্রথমে হয় রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৫২ সালের ১৩ মে রাষ্ট্রপতি হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ করেন রাজেন্দ্র প্রসাদ। প্রথম লোকসভা নির্বাচন একদম আলাদা ছিল।
৪ মাস ধরে নির্বাচন পর্ব চলে। প্রথমে ১৯৫১ সালের অক্টোবরে ভোট হয় হিমাচল প্রদেশের চিনি তহশিলে। গোটা ভোট পর্ব শেষ হয় পরের বছর ফেব্রুয়ারিতে। তবে দ্বিতীয় লোকসভা নির্বাচন ১৯৫৭ সালে মাত্র ১৮ দিনে সাঙ্গ হয়।
কেমন ছিল প্রথম লোকসভা নির্বাচন?
সে সময় এখনকার মতো এত প্রচারের ঘনঘটা ছিল না। তাই দেশের ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে সুকুমার সেন অল ইন্ডিয়া রেডিও আর সিনেমা হলকে কাজে লাগান। ‘This is your vote’ নামে তথ্যচিত্র ৭০ হাজার সিনেমা হলে দেখানো হয়। ঐতিহাসিক রামচন্দ্র গুহ জানান, প্রথম লোকসভা নির্বাচনে ১৮৭৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হয়। ৪৮৯টি আসনে ভোট হয়। ২.২৪ লাখ বুথ হয়েছিল। ২০ লাখ স্টিলের ব্যালট বাক্স ব্যবহার করা হয়। ৮,২০০ টন স্টিল লেগেছিল। ১৬৫০০ জন ভোটকর্মী ছিলেন। প্রথম ২টি লোকসভা নির্বাচনে প্রত্যেক প্রার্থীর নামে একটা করে ব্যালট বাক্স নিযুক্ত করা হয়েছিল। ভোটাররা পছন্দের প্রার্থীর নামে ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলে দিতেন। তৃতীয় লোকসভা নির্বাচন থেকে একটাই ব্যালট পেপারে আলাদা আলাদা প্রার্থীর নাম ও নির্বাচনি প্রতীক ছিল। তাতে মার্ক করে ভোটাধিকার প্রয়োগ করতে হত। ২০০৪ সালের ভোটে সব বুথে ইভিএম ব্যবহার শুরু হয়।