বিনোদন

সুখবর অনুরাগীদের জন্য, নতুন বছরের শুরুতেই হতে চলেছে দেবের জোড়া ছবির অ্যানাউন্সমেন্ট!

 

সদ্য মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘প্রধান’ ছবিটি। ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা রয়েছে। সোমবার দেবের জন্মদিনে তাঁর নতুন ছবি ‘টেক্কা’র আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আরও এক বার দর্শকদের সামনে দেব এবং রুক্মিণী মৈত্রের জুটি ফিরছে।

নতুন বছরের শুরুতেই দেবের আরও একটি ছবির খবর শোনা যাচ্ছে। এই ছবির নাম ‘খাদান’। এই ছবিটি কয়লা খনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে। পরিচালক হিসেবে উঠে আসছে সুজিত দত্তের নাম।

ছবির মুখ্য চরিত্রে থাকছেন দেব। তবে তাঁর বিপরীতে নায়িকা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, নির্মাতারা নাকি প্রাথমিক পর্যায়ে সৌমিতৃষা কুন্ডুর কথা ভেবেছেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে ‘টেক্কা’র শুটিং শুরু হওয়ার কথা। ‘খাদান’-এর শুটিং শুরু হতে পারে মার্চ-এপ্রিল নাগাদ।

Related Articles