বিনোদন

সাধুদা কি সত্যিই রাজনাথের থেকে টাকা নিয়েছে? জেরায় জানতে পারবে কি জগদ্ধাত্রী?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত পর্বে দেখা গিয়েছিল, চাপকে সোজা করতে জগদ্ধাত্রী বৈদিহি মুখার্জিকে বলেন। বৈদিহি মুখার্জি চাপকে অপমান না করার জন্য অনুরোধ করেন। জগদ্ধাত্রী মনে করেন, পুরোহিত মশাই সত্যি কথা বলছেন না। তিনি চাপকে সোজা করার জন্য সব রকম চেষ্টা করেন।

উৎসব এবং মেহেন্দি জগদ্ধাত্রীর অফিসে এসে কৌশিকীর বিষয়ে জানতে চান। জগদ্ধাত্রী মেহেন্দির কান্না দেখে বলেন, অন্য সময় কৌশিক এবং মেহেন্দির মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাহলে এখন এমন কান্না কেন?

সাধু দা রাজনাথকে জগদ্ধাত্রী এবং কৌশিকীর বিষয়ে একের পর এক প্রশ্ন করেন। হঠাৎ করেই রাজনাথ সাধু দাকে একটি প্রশ্ন ছুঁড়ে দেন।রাজনাথ এবং সাধু দা কৌশিকীর রহস্য ভেদ করতে সক্ষম হবেন কিনা, তা আগামী পর্বগুলোতে দেখা যাবে।

Related Articles