বিনোদন

শীঘ্রই শুরু হতে চলেছে শিবপ্রসাদ নন্দিতার নতুন ছবির শুটিং! মুক্তি পাবে এই গ্রীষ্মের ছুটিতে

 

গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত “রক্তবীজ”। এই ছবির সাফল্যের পর শিবপ্রসাদ-নন্দিতা বাংলা চলচ্চিত্র দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হলেন। ছবির নাম “আমার বস”।

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাখী গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শ্রুতি দাস। গতকাল, ৫ জানুয়ারি থেকে কলকাতায় ছবির শ্যুটিং শুরু হয়েছে। ছবিটি আগামী মে মাসে মুক্তি পাবে বলে জানা গেছে।

এই ছবির জন্য শ্রুতি দাসকে প্রথমে অডিশন দিতে হয়নি। উইন্ডোজের অফিসে গিয়ে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরই তাকে জানানো হয় যে, তার কোনো অডিশনের প্রয়োজন নেই। শ্রুতি দাস এই সুযোগ পেয়ে খুবই খুশি।

তিনি বলেন, “এটা আমার কাছে স্বপ্নপূরণের মতো। যাঁরা এত অনুপ্রেরণামূলক ছবি তৈরি করেন তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে কাজ করাটা বিরাট ভাগ্যের ব্যাপার। এই ছবিতে সম্মানীয় স্টার কাস্ট রয়েছেন। তাঁদের সঙ্গে কাজের সুযোগটা আমার জীবনের বড় পাওনা।”

Related Articles