শাহরুখের হাত ধরে টেনে নিলেন অনুরাগী! যখন তখন ঘটতে পারতো কোনো অঘটন

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ভক্তদের আবেগও যেন সীমাহীন। সম্প্রতি দুবাইয়ে ছবির প্রচার করতে গিয়ে এক অপ্রীতিকর ঘটনার শিকার হতে হল তাঁকে।
সেখানে ছবির প্রচার অনুষ্ঠানে শাহরুখকে মঞ্চ থেকে নীচে দাঁড়ানো অনুরাগীদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। এক পর্যায়ে এক জন অনুরাগী শাহরুখের হাত মেলাতে গিয়ে আর ছাড়তে চাননি। তিনি শাহরুখের হাত ধরে ঝুলে পড়েন।
বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ শাহরুখকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন তাঁর দুই দেহরক্ষী। যদিও এই ঘটনার পরেও শাহরুখ কিন্তু অনুষ্ঠান চালিয়ে যান।
এই পুরো বিষয়টাই ধরা পড়েছে ভিডিয়োতে। সেই ভিডিয়ো আপাতত সমাজমাধ্যমে ভাইরাল। এই ঘটনায় কেউ কেউ যেমন ওই অনুরাগীকে ‘ভাগ্যবান’ বলে উল্লেখ করেছেন, তেমনই কেউ আবার এই ঘটনার নিন্দা করেছেন।
একজন নেটাগরিক লিখেছেন, ‘‘এটা কী রকমের অসভ্যতা, বুঝলাম না! আরে ভাই, আপনি ওঁর হাতটা তো ছাড়ুন।’’ আবার কারও মতে, এই ধরনের আচরণ শাহরুখকে কোনও দুর্ঘটনার মধ্যে ঠেলে দিতে পারত।
অবশ্য এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও অনেক তারকাকে এমন অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয়েছে। কিন্তু এই ঘটনায় শাহরুখের ভক্তদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, অনুরাগীদের উচিত তাদের প্রিয় তারকাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।