বিনোদন
শামিকে পেতে ব্যাকুল পায়েল! এবার এই কাজ করে বসলেন অভিনেত্রী

মোহাম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সমাজ মাধ্যমের পাতায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। এই পায়েল পরিচালক অনুরাগ কাশিয়াকে মিটু দিয়ে ঝামেলায় ফেলেছিলেন, সেই এবারে পিছু নিলেন ভারতীয় ক্রিকেটারের। তবে এবারে কোন হেনস্থা নয় শামির প্রেমে হাবুডুবু অভিনেত্রী। পায়েলের নতুন পোস্টে ঠিক তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অভিনেত্রী পায়েল ঘোষ সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রস্তাব দিয়ে বেশ নজর কেড়েছেন। রীতিমতো ট্রেন্ডিং এখন তিনি সোশ্যাল মিডিয়ায় যাই করছেন তাই ভাইরাল। তেমনই নিজের টুইটারের এক্স্যানডেলে এই পোস্ট করে চর্চিত হয়ে উঠলেন।
পায়েল ক্যাপশনে লিখেছি দিন দুবা হে তেরে পেয়ার মে। তিনি কি সত্যিই শামিকে বিয়ে করতে চান যদিও পুরোটা খোলসা করে এখনো কেউ কিছু জানেন না।