রিঙ্কুর ফিটনেসের রহস্য নাকি বাঁদরের কামড়! দক্ষিণ আফ্রিকা সিরিজে ফাঁস হয়ে গেল সব

সাক্ষাৎকারে শুভমন জিজ্ঞাসা করেন, রিঙ্কু এত দ্রুত দৌড়ায় কীভাবে? শুভমনের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মজা করে শুভমন বলেন, “ওকে আসলে বাঁদরে কামড়ে দিয়েছে। তাই এত জোরে দৌড়য়।” শুভমনের মুখে মজার উত্তর শুনে হেসে প্রায় লুটিয়ে পড়েন রিঙ্কু। হাসতে থাকেন শুভমনও।
এরপর রিঙ্কু বলেন, “আমি ছোটবেলা থেকেই দ্রুত দৌড়াতে পারতাম। আমার বাবা-মা আমাকে সবসময় খেলাধুলা করতে উৎসাহিত করতেন। আমিও খুব ভালো খেলতাম। তাই ফিটনেস ধরে রাখতে পারছি।”
দক্ষিণ আফ্রিকার উইকেট সম্পর্কে রিঙ্কু বলেন, “ভারতের পিচগুলোর তুলনায় দক্ষিণ আফ্রিকার পিচে বাউন্স কিছুটা বেশি। গতিও বেশি। তাই জোরে বোলারদের বিরুদ্ধে বেশি করে অনুশীলন করেছি।”
রিঙ্কু জানিয়েছেন, তিনি কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ মতো খেলার চেষ্টা করছেন। দ্রাবিড় কী পরামর্শ দিয়েছেন তাঁকে? কেকেআর ক্রিকেটার বলেছেন, “আমি পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামি। সে সময় প্রথম বল থেকেই চালিয়ে খেলতে হয়। কোচ আমাকে আমার স্বাভাবিক ব্যাটিং করতে বলেছেন। নিজের উপর বিশ্বাস রাখতে বলেছেন। দ্রাবিড় স্যরের সঙ্গে কথা বলে দারুণ লেগেছে আমার। এখানকার আবহাওয়াও বেশ ভাল। অনুশীলন করতে মজা লাগছে।”