বিনোদন

রশ্মিকা-ক্যাটরিনার পর ভাইরাল হল আলিয়া ভট্টের ডিপফেক ভিডিও!

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী আলিয়া ভট্টের ডিপফেক ভিডিও। ভিডিওতে আলিয়াকে একটি খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে। ওই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে তাকে। ভিডিও থেকেই স্পষ্ট, ভিডিওতে থাকা মহিলা আদৌ আলিয়া নন। তবে আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওয়।

ভিডিওটি প্রথমে একটি অজানা ওয়েবসাইটে আপলোড করা হয়। এরপর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে আলিয়াকে এমন কিছু অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে যা তার ব্যক্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক। এতে তার ভক্তরাও ক্ষুব্ধ হয়েছেন।

ভিডিওটি নিয়ে এখনও পর্যন্ত আলিয়া কোনো মন্তব্য করেননি। তবে তার আইনজীবীরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

ডিপফেক হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি যা ভিডিও বা অডিও ফাইলের মধ্যে মানুষের মুখ বা শরীরের অন্যান্য অংশকে অন্য কারো মুখ বা শরীরের অংশ দিয়ে প্রতিস্থাপন করতে ব্যবহার করা হয়। এই প্রযুক্তির অপব্যবহার করে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন সেলিব্রিটির ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে।

আলিয়া ভট্টের ডিপফেক ভিডিওটিও এই প্রবণতারই একটি অংশ। এই ভিডিওটি তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ ধরনের ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।

Related Articles