বিনোদন

যে করেই হোক তাকে প্রমাণ করতে হবে তার আসল পরিচয়! সফল হবে কি ফুলকি?

 

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ফুলকি দাস এখন নিজের পরিচয় প্রমাণের লড়াইয়ে নেমেছে।

সম্প্রতি ফুলকি তার নিজের গ্রামে গিয়ে তার আসল পরিচয় সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু তার পরিবার এবং রোহিত এই তথ্য বিশ্বাস করতে নারাজ।

ফুলকিকে প্রমাণ করতে হবে যে সে আসলেই জগদ্ধাত্রী।এই লড়াইয়ে ফুলকির সামনে অনেক বাধা অতিক্রম করতে হবে। তার সামনে মূল লক্ষ্য এখন প্রমাণ করা যে সে কোন দাগী আসামীর কন্যা নয়। বলার অপেক্ষা রাখে না যে সে পথ মোটেই সোজা হবে না। খাতায় কলমের সব প্রমাণ তার বিরুদ্ধে।

এখন দেখার বিষয় ষড়যন্ত্রের যাবতীয় জাল কেটে ফুলকি কি নিজেকে সত্য বলে প্রমাণ করতে পারবে? নাকি ভেঙ্গে যাবে তার সঙ্গে রোহিতের সম্পর্ক এবং একইসঙ্গে শেষ হয়ে যাবে তার বক্সিং ক্যারিয়ার? দেখতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়।

Related Articles