মেয়েকে নিয়ে প্রথম ক্রিসমাস পালন রাজ-শুভশ্রীর, কোথায় যাওয়ার প্ল্যান করেছেন এই যুগল?

গত ৩০ ডিসেম্বর মেয়ের মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এখনও পর্যন্ত মেয়েকে কেউ দেখেনি। তবে মেয়ে হওয়ার পরও বাড়িতে বন্দি নন নায়িকা। হাসপাতালে থেকে ছাড়া পাওয়ার পর থেকে নায়িকার নানা ছবি দেখেছেন দর্শক। এরই মাঝে নিজের ভোলবদলের জন্য পার্লারে গিয়েছিলেন তিনি।
ক্রিসমাসে দুই ছেলে-মেয়েকে নিয়ে কোথায় যাবেন রাজ-শুভশ্রী? খোঁজ নিয়ে জানা গেল, তারা শহর ছাড়িয়ে পাটায়ায় ঘুরতে গিয়েছেন।শুভশ্রী-রাজ দুজনেই ঘুরতে পছন্দ করেন। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান তারা। এবারও ক্রিসমাসে তারা তেমনই পরিকল্পনা করেছেন।
পাটায়ায় শুভশ্রীরা বেশ ভালো সময় কাটাচ্ছেন। তাদের সাথে ছেলে ইউভানও আছে। মেয়ে ইয়ালিনির ছবি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।ক্রিসমাস উদযাপন শেষে ২৬ ডিসেম্বর তারা কলকাতায় ফিরবেন। বছরের শেষটা তারা কলকাতাতেই কাটাবেন।
শুভশ্রী এখনও পর্যন্ত নতুন কোনও কাজ শুরু করেননি। কয়েক মাস পর আবারও নতুন ছবিতে মন দেবেন তিনি। শোনা যাচ্ছে, আগামী বছর দেবালয় ভট্টাচার্যর নতুন ছবির কাজ শুরু করবেন নায়িকা। অন্য দিকে রাজেরও ‘এসভি’ প্রযোজিত নতুন ছবির কাজ শুরু করার কথা আগামী বছরে।