বিনোদন

মির্জা ছবিতে অঙ্কুশ ছাড়াও বিশেষ ভূমিকায় থাকতে চলেছেন দেব এবং সোহম!

 

অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ এন্টারটেইনমেন্ট’-এর প্রথম ছবি ‘মির্জা’। এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর থেকে। এর আগে ১৫ নভেম্বর লুক সেট হবে। ছবির পরিচালক সোহম ঘোষ।

ছবিতে অঙ্কুশের বিপরীতে ঐন্দ্রিলা সেন অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। তবে অঙ্কুশ এই বিষয়ে কিছু বলেননি।

ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। কয়েক সেকেন্ডের এই ঝলকে দেখা যাচ্ছে, ছবিতে অ্যাকশনের ছোঁয়া থাকবে। অঙ্কুশ বলেন, “প্রথম ঝলক প্রকাশ্যে আসতে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আশা করি দর্শকেরও ভাল লাগবে। অনেক ধরনের চমক থাকবে এই ছবিতে।”

ছবিতে অঙ্কুশ ছাড়াও বিশেষ চরিত্রে আরও অনেক তারকা অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এর মধ্যে দেব, সোহমও থাকতে পারেন। তবে এখনও সব নাম চূড়ান্ত হয়নি।

Related Articles