বিনোদন

মায়ানমারের ভাঙা স্বপ্ন এবার কলকাতায়!

 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মায়ানমারের একটি ছবি প্রদর্শিত হয়েছে। ছবির নাম “ভাঙা স্বপ্ন”। ছবিটি আসলে নয়টি ছোট ছোট ছবির সমষ্টি। এই ছবিগুলো সামরিক অভ্যূত্থান পরবর্তী মায়ানমারের মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে।

ছবির পরিচালকদের মধ্যে একজন হলেন বো তেট ঠোন। তিনি মায়ানমারের উত্তর তাইল্যান্ডে বসবাস করেন। তিনি জানান, ছবির অন্যান্য পরিচালকদের বর্তমান ঠিকানা গোপন। ছবিটি নির্মাণের জন্য তাদের অনেক কষ্ট করতে হয়েছে।

ছবিটিতে মায়ানমারের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনের কথা বলা হয়েছে। একজন নামী গায়িকা জেলে নির্যাতিতা একটি মেয়ের আতঙ্ক পরবর্তী মানসিক বৈকল্য বা পোস্ট-ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার-এর অবস্থা মেলে ধরেছেন। এক প্রতিবাদী ছাত্রীর চরিত্রে মায়ানমারের জনপ্রিয় নায়িকা অভিনয় করেছেন। সামরিক জুন্টা বিরোধী বিপ্লবীদের সংশয়, অন্তর্দ্বন্দ্ব সব অকপটে তুলে ধরে ছবিটি।

বো তেট ঠোন বলেন, “আমরাও মানুষ। আমাদেরও কখনও হতাশ লাগে। একটু দম ফেলতে, স্বার্থপরের মতো বাঁচতেও ইচ্ছে করে। কিন্তু পর ক্ষণে ভাবি, হাল ছাড়লে চলবে না। এ লড়াইয়ের শেষ দেখেই ছাড়ব!”বো তেট ঠোন জানান, মায়ানমারে ২০ লক্ষের বেশি বাসিন্দা দেশছাড়া হয়েছে। তিনি আশা করেন, একদিন মায়ানমারের জনগণ তাদের স্বাধীনতা ফিরে পাবে।

Related Articles