
The Truth Of Bengal Desk: সৃজিত মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই সত্যজিৎ রায়ের ফেলুদা প্রেমী। সেখানে এবার সৃজিতের পরিচালনায় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’এ ফেলুদার চরিত্রে দেখা যাবে টোটা’কে। আর সেটা যদি নিজের পছন্দের চরিত্র হয় তবে আর কোনও প্রশ্নই ওঠে না। টোটা মঙ্গলবার সকালেই তার সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে লেখেন, মাইনাস ছয় ডিগ্রি তাপমাত্রায় শুধুমাত্র থার্মাল পরে তিনি ফেলুদার চরিত্রে কাজ করে সবচেয়ে বেশি খুশি সেখানে। তাকে ওই তাপমাত্রায় হাসি মুখেই নিজের কাজ করতে দেখা যায়। আর সেটা যদি নিজের পছন্দের চরিত্র হয় তবে আর কোনও প্রশ্নই ওঠে না। একজন দক্ষ অভিনেতা তার অভিনয়ে কখনও চান না যে কোন খুঁত থেকে যায়। সেই একই পদ্ধতি অবলম্বন করতে দেখা যাচ্ছে অভিনেতা টোটা রায় চৌধুরী’কেও। ফেলুদার জন্য সমস্ত কষ্ট সহ্য করতে রাজি ছিলেন তিনি।
এদিন টোটার পরনে ছিল নীল রঙের শ্যুট-প্যান্ট ও তার গলায় ছিল মাফলার। এই ফেলুদার লুক বাঙালিদের কাছে সবসময়ই পরিচিত এবং প্রিয়। সত্যজিৎ রায়ের ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অবলম্বনে সৃজিতের এই সিরিজ। যদিও গতবছরেই সিরিজের প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই ফেলুদার চরিত্রে টোটা’কে দেখার জন্য হৈহৈ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সাদা বরফে মোড়া পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমান শিকারা আর তার সামনে দাঁড়িয়ে ফেলুদা, তোপসে ও জটায়ু, এই দৃশ্যই দেখা গিয়েছিল ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ এর প্রথম পোস্টারে। তবে এবার সরাসরি টোটার এহেন পোস্ট দেখে ফেলুদা প্রেমীরা যেন নিজেদের সামলাতে পারছেন না।
২০২০ সালে প্রথম বার সৃজিত’কে ‘ফেলুদা ফেরত’ করতে দেখা যায়। সেখান থেকেই ফেলুদাকে নিয়ে তার কাজ করা শুরু। তার ‘ছিন্নমস্তার অভিশাপ’, যথেষ্ট সাফল্য পায় দর্শকদের মনে দাগ কাটতে। শেষবার ফেলুদাকে নিয়ে সৃজিত বানিয়েছিলেন ‘দার্জিলিং জমজমাট’। আর এবার সত্যজিৎ রায়ের লেখা আরেকটি ফেলুদা কাহিনি ‘ভূস্বর্গ ভয়ংকর’ নিয়ে আসছেন সৃজিত। শুটিংয়ের কাজ ইতিমধ্যেই যে শুরু হয়েছে তা স্পষ্ট। সঙ্গে সৃজিতকেও সোমবার তার সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং এর ছবি দিয়ে ক্যাপশনে লিখতে দেখা যায়, “এখন আবার গল্প হবে রহস্যতে ভর করে…।”