বিনোদন

ভেঙে গেল আরবাজ-জর্জিয়ার প্রেম! স্ত্রীর পর ছেড়ে গেলেন প্রেমিকাও

 

বলিউড অভিনেতা আরবাজ খান এবং ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেম ভেঙে গেছে। দুই বছরের সম্পর্কের ইতি টেনে আলাদা হয়ে গেছেন তারা।

২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরবাজ। জর্জিয়াকে নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছেন তিনি। এমনকি, তাঁদের বাগদানের কথাও শোনা গিয়েছিল।

তবে এবার জানা গেল, জর্জিয়া নিজেই আরবাজকে ছেড়ে চলে গেছেন। এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, “আমরা ভালো বন্ধু। এই বন্ধুত্ব সারাজীবন থাকবে। তবে বুঝতে পেরেছিলাম এই সম্পর্কের কোনো ভবিষ্যত নেই। তাই আলাদা হওয়াটাই ভালো। সেই কারণেই মিউচুয়াল ব্রেকআপ করার সিদ্ধান্ত নিই।”

জর্জিয়া আরও বলেন, “আমরা দুজনেই এখন আমাদের জীবনে এগিয়ে যেতে চাই। আরবাজ একজন ভালো মানুষ। আমি তাকে সবসময় ভালোবাসব।”

Related Articles