বিনোদন

বিয়ের আংটি খুলে ফেললেন ঐশ্বর্য, বিচ্ছেদ কি তবে অবশ্যম্ভভাবী?

 

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহিত জীবনে ভাঙনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। সম্প্রতি এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। কারণ, অভিষেক ও ঐশ্বর্য দুজনেই তাদের বিয়ের আংটি খুলে ফেলেছেন।

গত ২৪ নভেম্বর ‘দ্য আর্চিজ’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য। সেখানেই দেখা যায়, ঐশ্বর্যর আঙুলে বিয়ের আংটি নেই। এমনকি, ক্যামেরার সামনে অভিষেকের থেকে দূরে দূরেই ছিলেন তিনি।

ঐশ্বর্যর বিয়ের আংটি খুলে ফেলা নিয়ে জল্পনা শুরু হয় গত মাসে। তখন খবর আসে, অভিষেকও তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। তবে তখন ঐশ্বর্যর আংটি ছিল।ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে হয় ২০০৭ সালে।

বিবাহিত জীবনে ভাঙনের গুঞ্জনের মধ্যে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের পরিবারের সদস্যদের সম্পর্কও খারাপ বলে শোনা যাচ্ছে। বিশেষ করে, ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের মা জয়া বচ্চন ও বোন শ্বেতা বচ্চনের সম্পর্ক নাকি খুবই তিক্ত। এই জল্পনাকে আরও ঘনীভূত করেছে ঐশ্বর্যর বাবা অভিষেকের একটি বিবৃতি। তিনি বলেছেন, ‘আমার মেয়ে এখন ভালো আছে। সে নিজের জীবন নিয়ে ব্যস্ত।’

Related Articles