বিনোদন

বিয়েতে না কুরুক্ষেত্র হয়ে যায়! রণদীপ হুডার বিয়ের থিম মহাভারত, জানতে পেরে রসিকতা নেটিজেনদের

 

বলিউড অভিনেতা রণদীপ হুডার বিয়ে আগামী ২৯ নভেম্বর মণিপুরে অনুষ্ঠিত হবে। তার হবু স্ত্রী মণিপুরী মডেল ও অভিনেত্রী লিন লাইশরাম। এই বিয়ের থিম হবে মহাভারত।

মহাভারতের থিম নিয়ে বিয়ে করার কারণ হলো মণিপুরের সঙ্গে মহাভারতের যোগসূত্র রয়েছে। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুনকে মনে পড়ে রাজকন্যা চিত্রাঙ্গদা মন দিয়েছিলেন। সেই কারণেই মহাভারতের থিমে রণদীপ ও লিনের বিয়ের সাজানো হবে।

লিনের জন্ম ইম্ফল। তার মডেলিং ক্যারিয়ারে বেশ নাম রয়েছে। বলিউডে শাহরুখ ও দীপিকার ওম শান্তি ওম ছবির মাধ্যমে লিনের অভিষেক হয়েছিল। ক্যামিওর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। তারপর মেরি কম কঙ্কন এর মতন ছবিতে কাজ করেছেন। এর পাশাপাশি লিনের ব্যবসাও রয়েছে।

বিয়ের আসরে রণদীপ ও লিন মণিপুরি ঐতিহ্যবাহী পোশাক পরবেন। বিয়ের অনুষ্ঠানে রণদীপের পরিবার ও বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন। বিয়ের পর মুম্বাইতে একটি বিশাল রিসেপশনের আয়োজন করা হবে।

রণদীপ হুডা ও লিন লাইশরামের বিয়ে নিয়ে বলিউডের পাশাপাশি মণিপুরেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই বিয়ে দুই সংস্কৃতির মিলনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

Related Articles