বিনোদন

বাংলাদেশে প্রচুর ভারত বিদ্বেষী আছে, তাদের বয়কট করতে হবে! মন্তব্য চঞ্চল চৌধুরীর

 

গত ২২ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় বাংলাদেশের একাংশের কাছে পৌষ মাসের পার্বণের মতোই হয়ে উঠেছিল। এক সপ্তাহেও তাঁদের উল্লাসে ছেদ পড়েনি। বরং ঠাট্টা-মশকরা উত্তরোত্তর বেড়েই চলেছে। এমনকি ভারতের হারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর আক্রমণও চালানো হয়েছে।

এই প্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী প্রতিবেশী দেশের এই অযথা উল্লাসকে সমালোচনা করেছেন। তিনি বলেন, “খেলাকে আর মানুষ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। এটাই আমার খারাপ লাগার জায়গা। খেলাতে হার-জিত থাকেই, তবে সেটার ফলে এমন হিংসার ছবি প্রকাশ্যে আসা কাম্য নয়। বাংলাদেশে অনেক ভারত বিদ্বেষী আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সে রাজনীতি হোক কিংবা খেলা। সবক্ষেত্রেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে।”

চঞ্চল চৌধুরী আরও বলেন, “আমি মনে করি, খেলাকে খেলার মতোই নিতে হবে। হার-জিত মেনে নিতে হবে। এতে হিংসা বা বিদ্বেষ বাড়ে না। বরং এতে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ে।”

চঞ্চল চৌধুরীর এই বক্তব্যের প্রশংসা করেছেন অনেকেই। তাঁরা মনে করেন, তিনি একজন সৎ ও সাহসী মানুষ। তিনি তাঁর দেশের মানুষকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করছেন।

Related Articles