বিনোদন

ফুলকি আসলে কে? ধন্দে পরে যাচ্ছে রোহিত!

 

বাংলা টেলিভিশনের নতুন সিরিয়াল ফুলকি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই সিরিয়ালে ফুলকি একজন বক্সার। সে রোহিতের প্রেমিকা হলেও তার আসল পরিচয় রোহিত জানে না। ফুলকি একজন ধনী পরিবারের মেয়ে। কিন্তু সে তার পরিবারের অমতে রোহিতের সঙ্গে প্রেম করে।

ফুলকির প্রথম বক্সিং ম্যাচের দিন তার স্বামী হাজির হয়। সে ফুলকির কোচের পরিচয়ে সকলের সঙ্গে কথা বলে। সবাই অবাক হয় এই ঘটনা দেখে। ফুলকির প্রথম ম্যাচ হয় তমালের বিরুদ্ধে। তমাল একজন প্রশিক্ষিত বক্সার। ফুলকি তমালের কাছে হেরে যায়।

ম্যাচের পর অনুষ্ঠানে তমাল ফুলকিকে অপমান করে। কিন্তু ফুলকি তমালের স্ত্রীকে দিয়ে তমালকে আরো ছোট করে দেয়। তমালের স্ত্রী আগে রোহিতের প্রেমিকা ছিল। কিন্তু রোহিত তাকে ছেড়ে ফুলকিকে ভালোবাসে।

ফুলকি বক্সিংয়ের ট্রেনিংয়ে ফাঁকি দেয় বলে রোহিত তার সঙ্গে কথা বলে না। ফুলকি এতে খুব কষ্ট পায়। অবশেষে ফুলকি রোহিতের কথা শুনে ট্রেনিংয়ে মনোযোগ দেয়। এবং পরের ম্যাচে সে জিতে যায়।

রোহিত ফুলকির প্রতি ভালোবাসা প্রকাশ করে। কিন্তু ফুলকি এখনও রোহিতের কাছে তার আসল পরিচয় গোপন রাখে। ফুলকির আসল পরিচয় কি কখনো জানতে পারবে রোহিত?

Related Articles