বিনোদন

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবির ঘোষণা হয়ে গেল আজ! কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

 

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। একসময় বাণিজ্যিক ধারার ছবিতে তাঁদের জুটি ছিল অপ্রতিদ্বন্দ্বী। তবে নানা কারণে একটা দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অবশেষে ২০১৬ সালে শিবু-নন্দিতার পরিচালনায় ‘প্রাক্তন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।

এবার, সেই জুটি ফের একসঙ্গে পর্দায় ফিরছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অযোগ্য’ ছবিতে তাঁদের দেখা যাবে। ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে আজ, ৭ ডিসেম্বর।

কলকাতার ফ্লুরিসে হল ছবির আনুষ্ঠানিক ঘোষণা। ছবি মুক্তির সময় এখনও ঘোষণা করা হয়নি। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা দুজনেই বলেন, সিনেমার ইতিহাসে আর কোন অভিনেতা অভিনেত্রী জুটি হিসেবে ৫০ টি ছবি একসঙ্গে করেছেন, তা জানা নেই তাঁদের। বাংলা ছবির তো বটেই, খুব সম্ভবত ভারতীয় ছবির ক্ষেত্রেই এটি রেকর্ড।

‘অযোগ্য’ ছবিতে প্রসেনজিৎ একজন লেখক এবং ঋতুপর্ণা একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। ছবির গল্প সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।

Related Articles