প্রধানের ট্রেলার লঞ্চে দেব-সৌমিতৃষার খুনসুটি! দেখুন ভিডিও

টেলিভিশনের জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবার দেবের বিপরীতে বড়পর্দায় হাজির হচ্ছেন। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। মঙ্গলবার প্রকাশিত হল ছবির ট্রেলার।
ট্রেলার প্রকাশের পর থেকেই সৌমিতৃষার সংলাপ না থাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ সৌমিতৃষা। তিনি বলছেন, ছবিতে তার চরিত্রের জন্য সংলাপের প্রয়োজন ছিল না।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব ও সৌমিতৃষা পাশাপাশি দাঁড়িয়ে মিডিয়ার মুখোমুখি হন। সেখানে দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সৌমিতৃষা। তিনি বলেন, দেব একজন খুবই ভালো মানুষ। তার সৎ মনোভাব ও সিনিয়র-জুনিয়র সকল সহকর্মীকে সম্মান দেওয়ার মানসিকতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি।
দেবও সৌমিতৃষার প্রশংসা করেন। তিনি বলেন, সৌমিতৃষা একজন খুবই মেধাবী ও পরিশ্রমী অভিনেত্রী। তার সাথে কাজ করতে পেরে তিনি খুবই খুশি।
অনুষ্ঠানে দেব ও সৌমিতৃষার মধ্যে খুনসুটিতে মাততে দেখা যায়। দেব সৌমিতৃষাকে বলেন, তার প্রশংসা করার জন্য তিনি তাকে লেগপুল করছেন। এরপর দেব সৌমিতৃষার ঘাড় ধরে বলেন, এবার চোখে জল চলে আসবে। এরপর হাসির রোল পড়ে যায়।