বিনোদন

প্রথম ছবি মুক্তি পেতেই আনফলো করলেন পুরনো বন্ধুদের! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে সৌমিতৃষা

 

গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব অভিনীত নতুন ছবি ‘প্রধান’। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে।

ছবি মুক্তির পরই সৌমীতৃষার বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছে। তাঁর প্রাক্তন সহ-অভিনেত্রী তন্বী লাহা রায় সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি দিয়ে অভিযোগ করেছেন যে, সৌমীতৃষা সিনেমায় কাজ করতে শুরু করার পর দেমাক বেড়েছে। তিনি তাঁর প্রাক্তন সহ-অভিনেতা, অভিনেত্রীদের আনফলো করে দিয়েছেন।

তন্বী লিখেছেন লিখেছেন, “জানি নিজের প্রোফাইল, নিজের ইচ্ছে! তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন? কোল্যাব করেছিলেন? যার গায়ে লাগবে তাঁর জন্যই এই পোস্টটা। তাও চাইব আরও ভাল হোক। গড ব্লেস!”

তন্বী ‘মিঠাই’ ধারাবাহিকে ‘তোর্সা’ চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল।

Related Articles