বিনোদন
প্রকাশ্যে এলো খাদান ছবি থেকে যীশুর প্রথম লুক! মুগ্ধ সকলে

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর ‘খাদান’ লুক প্রকাশ করলেন অভিনেতা-প্রযোজক দেব। রবিবার ছুটির দিনে যিশুর মোশন পোস্টার শেয়ার করেন তিনি।
পোস্টারে যিশুকে দেখা যাচ্ছে কীর্তনিয়ার বেশে। কিন্তু তাঁর কণ্ঠে যেন যুদ্ধের আভাস। পোস্টারে বলা হয়েছে, “শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য।”
মোশন পোস্টার শেয়ার করে দেব বলেন, “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।”
‘খাদান’ ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে। ছবিতে বরখা বিস্ত, বনি সেনগুপ্তকেও দেখা যাবে বলে খবর।