বিনোদন
পাঠান ও জেমস বন্ডের ক্রসওভার হবে কি? ভক্তের প্রশ্নের উত্তরে কী জানালেন শাহরুখ?

বলিউডের কিং খান শাহরুখ খান নতুন বছরে নতুন স্বপ্ন দেখছেন।’পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-এর সাফল্যের পর এবার তিনি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চান।
১৪ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভার্নমেন্টস সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে তিনি
তার ফিল্মী জীবন, ব্যক্তিগত দর্শন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
রসিকতা করে ‘জেমস বন্ড’-এর বিখ্যাত সংলাপ আওড়ানোর পর শোয়ের সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেন, “আপনি কি জেমস বন্ড
হতে চান?”
শাহরুখ উত্তর দেন,”আমি সত্যিই বন্ডের চরিত্রে অভিনয় করতে চাই। তবে আমার মনে হয় আমি একটু খাটো। তবে গায়ের রং যা, তাতে বন্ড হিসেবে মানিয়ে যেতে পারে।”