বিনোদন

পরমব্রতর স্ত্রী পিয়ার আসল পরিচয় জানেন? জানুন বিস্তারিত!

সোমবার সন্ধ্যা ৬টায় কলকাতার একটি রেজিস্ট্রি অফিসে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র দুই পরিবারের সদস্যরা।

বিয়ের পর পরমব্রত চট্টোপাধ্যায় জানান, “আমি খুব খুশি। পিয়া আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমরা অনেকদিন ধরেই একে অপরকে চিনি। অবশেষে আমরা বিয়ে করতে পারলাম। আমি চাই আমাদের জীবন সুখের হোক।” পিয়া চক্রবর্তী বলেন, “পরম আমার জীবনের সঙ্গী। আমি তাঁর সঙ্গে সুখী হতে চাই।”

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ে টলিপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। পরমব্রত চট্টোপাধ্যায় জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। অন্যদিকে পিয়া চক্রবর্তী একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। একজন সমাজকর্মী হিসেবেও কাজ করেন তিনি। তিনি ‘দি মেন্টাল হেলথ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা। মনে করা হচ্ছে, ২০২১ সালে অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া।

Related Articles