বিনোদন
নব্যা নন্দা ও সিদ্ধান্ত চতুর্বেদীর সম্পর্কে নতুন মোড়! প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করবেন দু’জন

চলতি বছরের শুরু থেকেই অমিতাভ বচ্চনের নাতনী নব্যা নন্দা এবং বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। বেশ কয়েকবার তাদের একসাথে দেখা গিয়েছিল বিভিন্ন পার্টিতে। তবে তারা কখনোই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
সম্প্রতি সিদ্ধান্তের নতুন ছবি “খো গায়ে হাম কাহা” মুক্তি পায়। এই ছবির জন্য শুভকামনা জানিয়ে নব্যা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। পোস্টে তিনি সিদ্ধান্তকে “প্রিয়” বলে সম্বোধন করেন। এটি দেখে অনেকেই মনে করছেন যে, নব্যা ও সিদ্ধান্তের সম্পর্কটি এবার আরও গাঢ় হয়েছে।
এছাড়াও, গত মাসে নব্যার মা শ্বেতা নন্দা এবং সিদ্ধান্তকে একসঙ্গে একটি রেস্তোরাঁয় ডেটে যেতে দেখা যায়। এই ঘটনাও তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।