বিনোদন

নতুন সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি ডিমরি! চেনেন তার প্রেমিককে?

 

বলিউডের তরুণ অভিনেত্রী তৃপ্তি ডিমরি নতুন প্রেমে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এক বিয়েবাড়িতে স্যাম মার্চেন্টের সঙ্গে তৃপ্তিকে একসাথে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়।

তৃপ্তি ডিমরি এর আগে অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২ সালের শেষ রাতে তাঁদের প্রেমের কথা সকলের সামনে জানান তৃপ্তি। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কের অবসান ঘটে।

স্যাম মার্চেন্ট একজন মডেল এবং ব্যবসায়ী। ২০০২ সালে তিনি মিস গোয়া খেতাব জিতেছেন। বর্তমানে তিনি গোয়ায় একাধিক হোটেলের মালিক।

তৃপ্তি ডিমরি এবং স্যাম মার্চেন্টের মধ্যে কেমন সম্পর্ক তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তাঁদের একসাথে দেখা যাওয়ার ছবি দেখে অনেকেই মনে করছেন যে তাঁরা প্রেম করছেন।

Related Articles