বিনোদন

নতুন বিপদ রোহিতের সামনে, ফুলকির সামনে চ্যালেঞ্জ!

 

নতুন বাংলা সিরিয়ালে রোহিত এবং ফুলকির সম্পর্কের টানাপোড়েন দেখা যাচ্ছে। ফুলকি রাগ করে বাড়ি থেকে চলে গেলে রোহিত তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে।

রোহিত ফুলকিকে নিয়ে একটি ভাঙ্গা বাড়িতে যায়।রোহিত ফুলকির উপর রাগ করে বন্দুক ঠেকায়।রোহিত অজ্ঞান হয়ে পড়ে, তার নাক দিয়ে রক্ত বের হয়।

ফুলকি মা কালীকে প্রার্থনা করে রোহিতকে বাঁচানোর জন্য।হঠাৎ করে মানুষের গলার আওয়াজ শুনতে পায়।ফুলকি কি রোহিতকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে?

Related Articles