বিনোদন

ধারের টাকায় কোটি টাকার লটারি জিতলেন এই বৃদ্ধ! করাবেন ছেলের চিকিৎসা

 

মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়ার শমসের মল্লিকের সংসারটা ছিল খুবই দরিদ্র। বিড়ি বেঁধে কোনও রকম ছ’জনের পেট চালাতেন তিনি। এক ছেলে আবার শারীরিক ভাবে প্রতিবন্ধী। সেই সংসারেই আচমকা খুশির হাওয়া। ধার করা টাকায় লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন শমসের।

শমসেরের স্বপ্ন ছিল ছেলের চিকিৎসা করানো এবং তাকে ভাল স্কুলে পড়ানো। লটারি জেতার পর সেই স্বপ্ন পূরণের সুযোগ পেলেন তিনি।

শমসেরের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। তিনি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন নিজের পরিশ্রম এবং সততার জোরে।

Related Articles