বিনোদন

দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর নতুন ছবি: বড়দিনে আসতে পারে প্রজাপতির সিক্যুয়েল

 

গত কয়েক বছর ধরে দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী ত্রয়ী বড়দিনে নিয়মিত ছবি নিয়ে আসছেন। ‘টনিক’, ‘প্রজাপতি’ এবং ‘প্রধান’ – এই তিনটি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছে।

এই বছরেও ত্রয়ীর রসায়ন দেখার আশায় দর্শকরা উন্মুখ। জানুয়ারিতে ছবির ঘোষণার কথা ছিল। তবে এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।

কিছু সূত্রের খবর, ‘প্রজাপতি’-র সিক্যুয়েল নিয়ে আসতে পারেন নির্মাতারা। অর্থাৎ দেব ও মিঠুন চক্রবর্তী জুটি আবারও বড় পর্দায় দেখা যেতে পারে।

অন্যদিকে, ‘প্রধান’-এর সিক্যুয়েল না হলেও এই ছবিতে দেব ও মিঠুন দুজনেই থাকবেন বলেও শোনা যাচ্ছে।

Related Articles