দীর্ঘদিন পর আবার বড় পর্যায় ফিরছেন শুভশ্রী! কোন ছবিতে দেখা যাবে তাকে?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় গত বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ে সন্তানের নাম রেখেছেন ইয়ালিনি। সন্তান জন্মের পর বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার আবার বড় পর্দায় ফিরছেন তিনি।
শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই দ্বিতীয় বার রূপালি পর্দায় ফিরছেন তিনি। সূত্রের খবর, বুদ্ধদেব গুহের প্রেমের গল্প, ‘বাবলি’-র উপর ভিত্তি করে তৈরি হবে এই সিনেমা।
ছবিতে শুভশ্রীর বিপরীতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে শুটিং শুরু হবে। ইন্দ্রদীপ দাস গুপ্ত এই প্রজেক্টের সঙ্গীত পরিচালনা করছেন।
২০২৩ সালের শুরুর দিকে ইউভানের একটি ছবি দিয়ে নিজেদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন রাজ, শুভশ্রী। তখন থেকেই তাদের ভক্তদের মধ্যে এই ছবি নিয়ে উত্তেজনা ছিল। অবশেষে সেই উত্তেজনা অবসান ঘটিয়ে শুভশ্রী নিজেই ছবির ঘোষণা করলেন।