জীবনে কেউ সুখী না হলে তাকে মুক্তি দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত! এমনটাই মনে করেন রানী মুখার্জি

বেশ কয়েক মাস ধরেই ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সম্পর্কের ফাটল নিয়ে নানা গুঞ্জন চলছে। এই গুঞ্জনের মধ্যেই রানি মুখোপাধ্যায়ের এক মন্তব্য নিয়ে নতুন করে হইচই পড়ে গেল বিনোদন জগতে।
সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে হাজির ছিলেন রানি। সেখানে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানি বললেন, “খুশি থাকতে হলে ডিভোর্স দরকার।”
এই কথা শুনে নিন্দুকরা একেবারে লুফে নিলেন। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় নতুন গুঞ্জন। তাহলে কী আদিত্য চোপড়ার সঙ্গে অশান্তি অভিনেত্রীর?
গুঞ্জনপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়ার আগেই পুরো বিষয়টা সামলে নিলেন রানি নিজেই। আসলে ডিভোর্সের কথা রানি বলেছেন, করণ জোহরের ছবি ‘কভি অলবিদা না কহেনা’ প্রসঙ্গে। সাক্ষাৎকারে রানি জানান, “করণ জোহরের কভি অলবিদা না কহেনা ছবি যখন মুক্তি পায়, তখন এই ছবির গল্প সবাইকে চমকে দিয়েছিল। এমনকী, সেই সময় জানতে পেরেছিলাম এই ছবি দেখে, অনেকেই তাঁদের তিক্ত দাম্পত্য থেকে বেরিয়ে নতুন পজিটিভ একটা সম্পর্কে জড়িয়েয়েছে।”
রানি আরও বলেন, “আমি মনে করি, যদি কেউ তাঁর দাম্পত্য জীবনে সুখী না হয়, তাহলে তাঁর জন্য বিচ্ছেদই শ্রেষ্ঠ সমাধান।”
রানির এই ব্যাখ্যায় গুঞ্জনকারীরা কিছুটা হলেও ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন যে পুরোপুরি থেমে যাবে তা বলা কঠিন।