বিনোদন

জিতু থেকে কিভাবে সত্যজিৎ হয়ে উঠলেন তিনি? নিজের মুখেই সেই কাহিনী শোনালেন অভিনেতা জিতু কমল!

 

খুবই খুঁতখুঁতে তিনি তার লুক চরিত্র নিয়ে। অভিনেতা জিতু কমল নিজের চরিত্রের জন্য খুবই কসরত করলে। ২০২২ সালে ছবির মাধ্যমে তিনি সত্যজিৎ রায় চরিত্রে দেখা গিয়েছিল। তারপর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। মাঝে বেশ কিছু ছবির ঘোষণা হয়েছিল। কিন্তু কোন ছবি আর দেখা যায়নি। নায়ক অনেকদিন পর প্রকাশ্যে এলো।

মানুষ ছবির প্রচারে এই যেন এক অন্য জিতু। অপরাজিত ছবির পরে তিনি কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছিলেন এই ছবির জন্য? তিনি জানান প্রতিটা চরিত্রের জন্যই একটি অধ্যাবসায় থাকে। তিনি নিজের লুকের জন্য চুল বাড়িতেই বাড়িয়েছিলেন কিন্তু দাড়িটা অতটা বাড়ানো সম্ভব ছিল না। জিৎ দা এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছে তার সঙ্গে চরিত্রটা এমন হওয়া উচিত ছিল।

মান্নার চরিত্রটা তার কেমন ইতিবাচক না নেতিবাচক এখনো সেইটা খোলসা করে বলা যাবে না। জিতু খুবই খুশি জিৎ এর সঙ্গে কাজ করে। এই মুহূর্তে একাধিক ছবি ঝুলিতে রয়েছে জিতু। সব একশানে ভরপুর। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা।

Related Articles