বিনোদন
জন্মদিনে স্যান্ডো গেঞ্জি পড়ে নাচলেন সৌরভ! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের আজ জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা, তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভুললেন না তাঁর স্ত্রী, অভিনেত্রী দর্শনা বণিক।
দর্শনার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ দাস বেডরুমে স্যান্ডো আর শর্টস পরে নাচছেন। ক্যাপশনে দর্শনা লিখেছেন, “হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো।”
ভিডিওটিতে আরও দেখা যায়, সৌরভ-দর্শনা একসঙ্গে সময় কাটাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন। এমনকি সৌরভের গান গাওয়ার ভিডিওও রয়েছে।
দর্শনার এই পোস্টে সৌরভ কমেন্ট করেছেন, “লাভ ইউ লাভ।”