বিনোদন
জগদ্ধাত্রীর জন্য কী যত্ন করে রেখে দিয়েছে কৌশিকী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-র আজকের পর্বে দেখা গেল, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কে গুলি করেছে সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে।
গত পর্বে, জগদ্ধাত্রী ছবি দেখেও বুঝতে পারেনি যে তাকে কে গুলি করেছে। আজকের পর্বে, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকী উপলক্ষে কৌশিকী সবকিছু আয়োজন করে।
সে জগদ্ধাত্রীকে নিজের হাতে সাজিয়ে তোলে। কিন্তু জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোতেই তার উপর আবারো হামলা হয়।