বিনোদন

চিন্তা করবেন না, ঈদেই আসছে মির্জা! অনুরাগীদের আশ্বস্ত করলেন অঙ্কুশ

 

জন্মদিনের রাতে ‘মির্জা’র টিজার শেয়ার করে ভক্তদের সাথে কথা বলেছিলেন অঙ্কুশ হাজরা। এরপর হাসপাতালের ছবি শেয়ার করে অস্ত্রোপচারের খবর জানালে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা।

‘মির্জা’র শুটিং ফ্লোরে পায়ে চোট পেয়েছিলেন অঙ্কুশ। কেবলের সাহায্যে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পান তিনি। এই যন্ত্রণা সহ্য করেই প্রায় ৯৮ শতাংশ শুটিং শেষ করেন। তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয়েছে।

হাসপাতাল থেকে ছবি শেয়ার করে অঙ্কুশ ভক্তদের আশ্বস্ত করেছেন। অভিনেতা লিখেছেন, “আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ভাঙা পা ও প্রবল যন্ত্রণা নিয়েই দুরন্ত অ্যাকশন দৃশ্য সমেত মির্জার ৯৮ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। ব্যথা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেত শুধু একটা চিন্তা আমায় থামতে দেয়নি — ‘আমি আমার দর্শকদের নিরাশ করতে পারি না।’

শেষ পর্যন্ত আমার পায়ের অপারেশন হল, আর কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যাব। কারণ, বাংলার বিগেস্ট ডান্স নাম্বারের জন্য আমাকে তৈরি হতে হবে…সবাইকে ভালোবাসা।”

Related Articles