গানের কনসার্টে দর্শকদের দিকে মাইক ছুড়ে মারলেন অরিজিৎ সিং! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তার সুরের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করে থাকেন। সম্প্রতি গুয়াহাটিতে তার একটি কনসার্টে তিনি এক কাণ্ড ঘটান। কনসার্টের মাঝেই তিনি একজন শ্রোতার দিকে মাইক ছুড়ে মারেন।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ভাবতে শুরু করেন যে, অরিজিৎ হয়তো রেগে গিয়ে এমনটা করেছেন। কিন্তু আসলে তা নয়। অরিজিৎ বরং শ্রোতার সঙ্গে কানেক্ট করার জন্যই এমনটা করেছিলেন।ভিডিওতে দেখা যায়, অরিজিৎ সিং একটি গান গাইছেন। হঠাৎ তিনি একজন শ্রোতার দিকে মাইক ছুড়ে মারেন। শ্রোতাটি মাইকটি ধরে নিয়ে গাইতে শুরু করেন। অরিজিৎও তার সঙ্গে গান গাইতে থাকেন। বাকি শ্রোতারা তাদের সঙ্গে যোগ দেন।
অরিজিৎ সিং এর আগেও তার কনসার্টে এমন নানা কাণ্ড ঘটিয়েছেন। কখনও তিনি অনুরাগীদের আনা উপহার চেয়ে নেন। কখনও গান বন্ধ করে অনুরাগীর ছুড়ে দেওয়া কাগজ বা টি-শার্টে অটোগ্রাফ দিয়ে দেন।
গুয়াহাটি কনসার্টেও এক মহিলা শ্রোতা অসুস্থ বোধ করেন। গান থামিয়ে অরিজিৎ তাকে জিজ্ঞাসা করেন তিনি ঠিক আছেন কিনা।