বিনোদন
ক্যাটরিনার প্রাক্তন না বর্তমান, বক্স অফিসের নিরিখে এগিয়ে কে?

বক্স অফিসের লড়াইয়ে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ যেন প্রথম থেকেই ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ থেকে একটু এগিয়ে। অন্তত, বক্স অফিসের হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে।
১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত অগ্রিম বুকিংয়ে ‘অ্যানিম্যাল’ ৩৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে, ‘স্যাম বাহাদুর’ এখনও পর্যন্ত মাত্র ১৫ কোটি টাকার ব্যবসা করেছে।
বক্স অফিসের হিসাবে দেখা যাচ্ছে, ১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ‘অ্যানিম্যাল’ প্রথম দিনেই ২৭ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, ‘স্যাম বাহাদুর’ মাত্র ১২ কোটি টাকা আয় করেছে।
সমালোচকদের প্রতিক্রিয়া
ফিল্ম সমালোচকরা বলছেন, পরিচালক মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ মাস্টারপিস। এই ছবি বাণিজ্যিক দিক থেকে সফল না হলেও, মেঘনা খুবই মন দিয়ে ছবিটি করেছেন এবং ভিকির অভিনয়ে ‘স্যাম বাহাদুর’ নিঃখুঁত!