বিনোদন

কয়েকদিন আগেই বিয়ে করেছেন পরমব্রত-পিয়া, সবার থেকে আলাদা সময় কাটাতেই কি শহর ছাড়লেন অনুপম?

 

অনুপম রায়ের এই পোস্টটিকে অনেকেই পরম-পিয়ার বিয়ে নিয়ে তার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। পোস্টে অনুপম লিখেছেন, “সমুদ্রের সঙ্গে কিছু কথা। সমুদ্র বলে, ‘আমি সব দেখি, শুনি। কিন্তু কিছুই বলব না। সবই নিয়তি।’” এই কথার মধ্য দিয়ে অনুপম যেন বুঝিয়ে দিচ্ছেন যে, তিনি পরম-পিয়ার বিয়ে নিয়ে কিছু বলতে চান না। তিনি মনে করেন, এটি সবই নিয়তির পরিণতি।

অনুপম রায় এবং পিয়া বন্দ্যোপাধ্যায় ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরমব্রত এবং পিয়া বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়েছিল। অনেকেই অনুপম রায়কে ট্রোল করেছিলেন। কিন্তু অনুপম সবসময়ই নীরব ছিলেন। তিনি কখনোই এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

অনুপম রায়ের এই পোস্টটি তার নীরব প্রতিক্রিয়ারই একটি বহিঃপ্রকাশ। তিনি মনে করেন, এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। তিনি নিয়তির উপর ভরসা রাখছেন।

Related Articles