ওটিটিতে কবে আসছে অ্যানিমেল? উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য!

সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিটি গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিতে রণবীর কপূর ও রশ্মিকা মন্দনা অভিনয় করেছেন। মুক্তির মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ছবিটি ২৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিশ্বব্যাপী বক্স অফিসেও ছবির বাণিজ্যিক দৌড় খারাপ নয়। সেখান থেকেও ছবির ঝুলিতে এসেছে ১০০ কোটি টাকার বেশি।
ছবির এই সাফল্যের পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, ‘অ্যানিম্যাল’ ওটিটিতে আসবে মাত্র ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই। সেই হিসাবে, আগামী বছর জানুয়ারি মাসের মাঝমাঝি নাগাদই ওটিটি মুক্তি পেতে পারে ‘অ্যানিম্যাল’।
ছবি মুক্তির আগে সেন্সর বোর্ড ছবিটিকে ‘এ’ শংসাপত্র দিয়েছে। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক ছাড়া অন্যান্য বয়সের দর্শকের ক্ষেত্রে এই ছবি দেখার ছাড়পত্র মিলবে না। শুধু সেই শংসাপত্র দিয়েই ক্ষান্ত হয়নি সিবিএফসি। ছবির একাধিক দৃশ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। যেগুলির মধ্যে রয়েছে রণবীর ও রশ্মিকার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও।
বড় পর্দায় সেন্সর বোর্ডের সম্পাদিত সংস্করণই দেখছেন দর্শক। তবে ওটিটিতে ছবি মুক্তি পেলে বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলিও দেখা যাবে মূল ছবির সঙ্গেই।
‘অ্যানিম্যাল’ একটি অ্যাকশন থ্রিলার ছবি। ছবিতে রণবীর কপূর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। রশ্মিকা মন্দনা একজন গ্যাংস্টারের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন।