বিনোদন

এবার বৈদেহী মুখার্জিকে মজা দেখাবে জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে চলছে রহস্যের খেলা। কৌশিকীর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য তদন্তে নেমেছে জগদ্ধাত্রী।

জ্যাস জগদ্ধাত্রীকে জানায় যে মুখার্জি পরিবারের মধ্যেই কেউ কেউ ষড়যন্ত্র করছে। কিন্তু কারা? জ্যাস কি জানে ষড়যন্ত্রকারীদের নাম?

কৌশিকী তার মৃত্যুর পর কাকনকে তার সমস্ত ফাইলপত্র কোথায় আছে তা বুঝিয়ে দিচ্ছে। কাকন কি পারবে মায়ের কথা মত ফাইলগুলো নিতে?

Related Articles