বিনোদন
এবার প্রত্যেকটা অপমানের বদলা গুনে গুনে নেবে ফুলকি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে, ফুলকি একটি বক্সিং ম্যাচে অংশগ্রহণ করছে। ফুলকির প্রতিপক্ষ একজন শক্তিশালী বক্সার। ফুলকির পরিবারের সকলেই তার বিজয়ের জন্য প্রার্থনা করছে। কিন্তু ফুলকির নিজের মনে কিছুটা সংশয় রয়েছে।
ফুলকির প্রতিপক্ষের শক্তি দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেও সে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। সে দৃঢ়প্রতিজ্ঞ, সে রোহিতকে দেওয়া কথা রাখবে।
ফুলকি পারবে কিনা তার প্রতিপক্ষকে হারিয়ে রোহিতকে খুশি করতে? সেটা জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বগুলিতে।