উস্কো-শুষ্ক চুল, মুখে এক গাল দাড়ি! এ কোন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেব?

মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক মুখ দাড়ি, এলোমেলো চুল এবং খুবই সাধারণ পোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব। নেটপাড়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই দেবের অনুরাগীদের মধ্যে হইচই পড়ে যায়। ভক্তরা ভাবতে শুরু করেন হঠাৎ দেবের এমন রূপ কেন? কী হল তাঁর?
কিন্তু আসলে এই ভিডিও দেবের নতুন ছবি ‘টেক্কা’র শুটিংয়ের। যার পরিচালক হলেন সৃজিত মুখোপাধ্যায়। সূত্রের খবর, সম্প্রতি সেক্টর ফাইভের এক অফিসের সামনেই দেবকে নিয়ে শুটিং করেন সৃজিত। আর সেই শুটিংয়ের ভিডিওই ভাইরাল হয়েছে।
দেব আর সৃজিত যে এক সঙ্গে ছবি করছেন, সে খবর আগেই ছিল। এমনকী, খবর ছিল এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এমনকী, জানা গিয়েছে, এই ছবিতে সৃজিত দিতে চলেছেন আরও বড় চমক। এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। বলা ভালো সৃজিতের এই ছবিতে একেবারে রিইউনিয়ন। ২০২৪-এর পুজোতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি।
ভিডিওতে দেখা যাচ্ছে, দেব এক মুখ দাড়ি, এলোমেলো চুল এবং খুবই সাধারণ পোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি হঠাৎ করেই একটি অফিসের সামনে দাঁড়ান। তখনই একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসেন একজন লোক। তিনি দেবকে দেখে অবাক হয়ে যান। এরপর দুজনে কথা বলতে থাকেন।
ভিডিও দেখে মনে হচ্ছে, দেব এই ছবিতে একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করছেন। তিনি হয়তো একজন হতাশ, বেকার যুবক। কিন্তু শেষ পর্যন্ত তিনি কীভাবে জীবনে সফল হন, সেটাই দেখার জন্য অপেক্ষা করতে হবে।