বিনোদন

আমি নিজেকে ভাগ্যবান মনে করি, জানালেন সৌমিতৃষা!

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তার অভিনীত ধারাবাহিক “মিঠাই” ছিল এক সময়ের তুঙ্গে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিষেক করেছেন তিনি। দেবের বিপরীতে অভিনীত তার প্রথম ছবি “প্রধান” আগামী বড়দিনে মুক্তি পাবে।

ছবিটি মুক্তির আগেই সৌমিতৃষা বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছেন। তিনি জানান, তার দ্বিতীয় ছবির শুটিং শুরু হবে আগস্টে। ছবিটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী।

সৌমিতৃষা বলেন, “আমি রাজদাকে অনেকদিন ধরে চিনি। তার ছবিগুলো আমি খুব পছন্দ করি। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।”

নতুন ছবিতে সৌমিতৃষার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে সৌমিতৃষা জানান, ছবিটি একটি রোমান্টিক কমেডি।

সৌমিতৃষার দ্বিতীয় ছবির শুটিং শুরু হওয়ার খবর নিয়ে তার ভক্তরা খুবই উচ্ছ্বসিত। তারা দ্রুত ছবিটি দেখতে চান।

Related Articles