বিনোদন

‘আমি তো জানতামই না আমি এত জনপ্রিয়’, সোশ্যাল মিডিয়ায় কেন এমন লিখলেন সৌমিতৃষা?

 

সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমীতৃষা কুণ্ডু অভিনীত প্রথম ছবি ‘প্রধান’। এই ছবিতে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটি বক্সঅফিসে বেশ ভালো ব্যবসা করছে। কিন্তু এই ছবির মুক্তির পরই সৌমীতৃষা এবং তার প্রাক্তন সহঅভিনেত্রী তন্বী লাহা রায়ের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছে।

এই যুদ্ধের কারণ হল সৌমীতৃষা ছোট পর্দার তার সহকর্মীদের আনফলো করে দিয়েছেন। তন্বী লাহা রায় এই নিয়ে সমাজ মাধ্যমে এক পোস্ট করেন। তিনি নাম না করেই সৌমীতৃষাকে দুষতে ছাড়েননি। তিনি লেখেন, “প্রিয় অভিনেতা/ অভিনেত্রী, যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া। পোষ্টে আনকোলাব করে দেওয়া! আরও অনেক দূর পৌঁছন।”

তন্বী লাহা রায়ের এই পোস্ট ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তন্বীর পক্ষ নেন, আবার অনেকেই সৌমীতৃষার পক্ষ নেন।

এই বিতর্কে সৌমীতৃষা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “অহংকার বেড়েছে নাকি তা তো আমাকে যারা দেখছেন তারা বলবেন। তবে এখানে একটা কথাই বলবো, আমরা যারা বড় হচ্ছি, তারা কোনো না কোনো কষ্ট করেই এই জায়গায় আসছি। আর যারা কষ্ট করে বড় হন, তারা কখনও অহংকার করেন না।”

Related Articles