বিনোদন

আপনারা কেউ মন খারাপ করবেন না, দেগঙ্গা বইমেলায় বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন অনুপম!

 

দেগঙ্গা বইমেলায় বিশৃঙ্খলার কারণে গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান দেখা হল না অনেকেরই। শনিবার সন্ধ্যায় অনুপমের অনুষ্ঠানের কথা ছিল। দুপুর থেকেই প্রচুর মানুষ বইমেলায় ছুটে যান। বিকেলের পর মাঠে ভিড় হয় অন্তত তিনগুণ বেশি। ভিড়ের চাপে হুড়োহুড়ি লেগে যায়। আতঙ্কে মানুষ বাইরে বেরনোর চেষ্টা করলে ভিড়ের চাপে বইমেলার মূল গেটটি ভেঙে যায়। সেখানে কর্তব্যরত তিনজন স্বেচ্ছাসেবী জখম হন। শেষ পর্যন্ত বইমেলা বন্ধ করে দিতে হয়।

অনুপম রায়ের অনুষ্ঠান দেখার জন্য বইমেলায় আসা অনেকেই হতাশ হয়ে পড়েন। তারা বলেন, “এত বড় অনুষ্ঠানের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। ভিড়ের চাপ সামলাতে না পারায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হল।”

দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শ্যামল ঘোষ বলেন, “অনুপম রায়ের অনুষ্ঠানের জনপ্রিয়তা ছিল। সেই কারণেই এত ভিড় হয়েছিল। আমরা চেষ্টা করেছি পরিস্থিতি সামলাতে। কিন্তু ভিড়ের চাপে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি।”

অনুপম রায়ের অনুষ্ঠান দেখার জন্য যেসব ভক্তরা হতাশ হয়েছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমিও খুব হতাশ হয়েছি। কিন্তু আবার আসব আরও বড় মাঠে।”

Related Articles