অল্প সময়ের মধ্যেই টিআরপি তালিকায় সাম্রাজ্য বিস্তার, মিঠাইয়ের পর জি বাংলার সবচেয়ে সফল ধারাবাহিক ফুলকি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিক শুরুর পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি প্রথম দিকের দিকেই রয়েছে। সম্প্রতি ধারাবাহিকটির ২০০ পর্ব সম্প্রচারিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার ফুলকির সেটে জমিয়ে সেলিব্রেশন হয়েছে।
সেলিব্রেশনে অভিনেতা-অভিনেত্রীরা, পরিচালক-প্রযোজকসহ সকলে উপস্থিত ছিলেন। এদিন কেক কাটা, সেলফি তোলা, মজা-আনন্দ সবই হয়েছে।
ফুলকির গল্পে দেখা যাচ্ছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ফুলকি এবং ধনী পরিবারের ছেলে রোহিত। দুই পরিবারের মধ্যে বিরোধ থাকলেও ফুলকি এবং রোহিতের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এই ধারাবাহিকটির মূল বার্তা হলো অতীতের জন্য আটকে থাকতে নেই। জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ফুলকি এবং রোহিতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, তারা অতীতের জটিলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ফুলকির পরিচালক সুমন চট্টোপাধ্যায় বলেন, “দর্শকদের ভালোবাসায় ফুলকি ২০০ পর্ব পার করেছে। আমরা সবাই খুবই খুশি। আশা করি দর্শকদের ভালোবাসা আগামীতেও পাবো।”
অভিনেতা অভিষেক বসু বলেন, “ফুলকির দর্শকদের জন্য এই সেলিব্রেশন। আমরা সবাই একসঙ্গে সময় কাটিয়েছি। খুব ভালো লেগেছে।”
অভিনেত্রী দিব্যানি মন্ডল বলেন, “ফুলকির দর্শকদের জন্য এই সেলিব্রেশন। সবাইকে ধন্যবাদ।”
ফুলকির গল্প এখন বেশ জমজমাট। আগামী দিনে এই গল্প যে আরো এগিয়ে চলবে এমনটাই মনে করছেন সকলে।