বিনোদন

অরিজিতের কন্ঠে ‘ও মাহি’ শুনে আপ্লুত অনুরাগীরা, মুক্তি পেল ডাঙ্কির নতুন গান!

 

বলিউডের কিং খান শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এরই মধ্যে ছবির নতুন প্রোমো প্রকাশ করে ভক্তদের উৎসাহ আরও বাড়িয়ে দিলেন তিনি।

প্রোমোতে দেখা গেছে, মরুভূমির মধ্যে কালো পোশাক আর সানগ্লাস পরে ‘মাচো’ শাহরুখকে। তিনি এক নারীকে জড়িয়ে ধরে আছেন। প্রোমোতে গান ‘ও মাহি ও মাহি’র কয়েকটি লাইনও শোনা যাচ্ছে।

শাহরুখ খান তার ক্যাপশনে জানান, ‘ও মাহি ও মাহি’ গানটি শীঘ্রই শুনতে পাবেন সিনেপ্রেমীরা। তিনি আরও জানান, ‘ডাঙ্কি’ শব্দের অর্থ হলো প্রিয়জনের থেকে দূরে থাকা। তবে যখন সেই প্রিয়জন সঙ্গে থাকে, মনে হয় সেই সময়টা যেন সেখানেই থেমে যায়। ‘ও মাহি ও মাহি’ গানটি সেই ভালোবাসার অনুভূতিই জাগায়।

প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ভক্তরা গানটি শুনতে এবং ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন।

‘ডাঙ্কি’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন টানা দুটি ছবিতে কাজ করা নবাগত অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবিটি এবছর ২১ ডিসেম্বর মুক্তি পাবে।

Related Articles