অবশেষে মিলল স্বস্তি! ১০০ কোটি টাকার প্রতারণা মামলায় ক্লিনচিট পেলেন প্রকাশ রাজ

তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারির তদন্তে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজকে ক্লিনচিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
গত ২০ নভেম্বর প্রকাশ রাজকে সমন পাঠিয়েছিল ইডি। ১০০ কোটি টাকার পঞ্জি স্কিম তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই নির্দেশমাফিক গত ৫ ডিসেম্বর চেন্নাইয়ের ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ রাজ। জিজ্ঞাসাবাদের পরই দক্ষিণী অভিনেতাকে ক্লিনচিট দিল ইডি।
ওই গয়না প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা সোনা কিনে বাজারে বিনিয়োগ করা এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় একশো কোটি টাকা তুলেছে। এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত করতেই প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল ইডি। কারণ, সংশ্লিষ্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রকাশকে একাধিকবার দেখা গিয়েছে।