অটো চেপে সংগীত সম্মেলনে যোগ দিতে এলেন এ আর রহমান! কিন্তু কেন?

ভারতের অন্যতম জনপ্রিয় সুরকার এআর রহমান। তিনি খ্যাতির শীর্ষে পৌঁছালেও মাটির মানুষ হিসেবেই পরিচিত। সম্প্রতি তামিলনাড়ুর নাগাপত্তনমে অনুষ্ঠিত এক সঙ্গীত সম্মেলনে অটো রিকশায় করে পৌঁছেছেন তিনি।
শনিবার রাতে নাগর দরগাতে অনুষ্ঠিত কান্ধুরি সঙ্গীত সন্মেলনে অংশ নেন রহমান। অগণিত জনতার ভিড়ের মধ্যে তাকে অটো রিকশায় করে আসতে দেখে অনেকেই অবাক হয়েছেন। রহমানের পরনে ছিল একটি লাল পাঞ্জাবি।
রহমানের এই অটো রিকশায় করে আসার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। অনেকেই রহমানের এই আচরণকে প্রশংসন করেছেন। কেউ কেউ বলেছেন, খ্যাতির শীর্ষে পৌঁছালেও রহমান নিজের শিকড়কে ভুলে যাননি।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি গান প্রকাশ উপলক্ষে হাজির হয়েছিলেন রহমান। আরব আমিরশাহির ৫২তম জাতীয় দিবস উপলক্ষে সে দেশের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে একটি হাসপাতালে ‘সং অফ হোপ’ গানটি পারফর্ম করেন রহমান। শিল্পীর সঙ্গে অর্কেস্ট্রায় ছিলেন ৫২ জন মহিলা শিল্পী।