বিনোদন

চলচ্চিত্র উৎসবে ‘হাউ টু হ্যাভ সে*ক্স’, ডেবিউ তরুণ বৃটিশ পরিচালক মলি ম্যানিং ওয়াকারের…

Young British Director Molly Manning Walker's Film 'How to have sex'.

The Truth Of Bengal: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনের প্রদর্শিত হওয়া ছবি গুলির মধ্যে অন্যতম ‘হাউ টু হ্যাভ সে*ক্স’। নন্দন ১ প্রেক্ষাগৃহে বিকেল সাড়ে চারটে নাগাদ প্রদর্শিত হল নবাগত ব্রিটিশ পরিচালক মলি ম্যানিং ওয়াকারের এই ছবিটি।

তরুণ বৃটিশ পরিচালক মলি ম্যানিং ওয়াকারের ছবি ‘হাউ টু হ্যাভ সে*ক্স’। হাউ টু হ্যাভ সেক্সের একদিকে যেমন তিন উঠতি যুবতীর সাহসী লাইফস্টাইলের গল্প উঠে আসে তেমনি স্নাতকোত্তর তিন কিশোর তারা, স্কাই এবং এম-এর গল্পও ঘুরপাক খাবে এই ছবির পরতে পরতে। ভাগ্যচক্রে গ্রীকের উপকূলের মালিয়া শহরে এই তরুণ তরুণিদের মধ্যে কীভাবে প্রথমে বন্ধুত্ব এবং পরে ঘনিষ্ঠ রিলেশন গড়ে ওঠে তাই নিয়েই দানা বেঁধেছে এই ছবির মূল চিত্রনাট্য।

মলির এই ছবিতে অভিনয় করেছেন বৃটিশ অভিনেতা মিয়া ম্যাককেনা ব্রুস, লারা পিক, স্যামুয়েল বটমলে, শন থমাস এবং এনভা লুইস। এই ছবি দিয়েই কিফ-এ ডেবিউ করছেন এই বৃটিশ পরিচালক মলি ম্যানিং ওয়াকার। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ‘হাউ টু হ্যাভ সে*ক্স’ দেখতে দর্শকের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতোন।

Free Access

Related Articles